মির্জাপুরে ধানের শীষ পেতে মনোনয়ন কিনেছেন পাঁচ নেতা

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২০ এএম, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮ | ৪৭৭

টাঙ্গাইল ৭ মির্জাপুর নির্বাচনী এলাকা থেকে ধানের শীষের টিকিট পেতে মনোনয়ন ফরম ক্রয় করেছেন বিএনপির কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ের পাঁচ নেতা। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ বুধাবার সন্ধায় এ তথ্য জানিয়েছেন।

যারা মনোনয়ন ফরম ক্রয় করেছেন তারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি নাশকতা মামলায় কারাবন্দি আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় মোহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাঈদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপি নেতা ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি একে এম আজাদ স্বাধীন এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কিিমটির সভাপতি সাদেক আহদে খান।

মনোনয়ন প্রত্যাশী এই পাঁচ নেতা দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্চেন বলে দলীয় সূত্রে জানা গেছে।