কালিহাতীতে চোরাই মোটর সাইকেলসহ আটক -২


টাঙ্গাইলের কালিহাতীতে একটি চোরাই রেজি: বিহীন ১৫০ সিসি কালো রংয়ের পালসার মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন।
কালিহাতী থানার এস আই নাসির উদ্দিন জানান, শনিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার চারান বাজারে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদ পাই কালিহাতী বাসস্ট্যান্ড হতে ৩ জন ১টি চোরাই মোটর সাইকেল যোগে উপজেলার বল্লা বাজারের দিকে আসছে।
সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেল সাড়ে টার দিকে উপজেলার রামেশ্বর কামার্থী এলাকার পাকা সড়কের মোড়ে দাড়িয়ে চেকিং করার সময় ওই তিনজন ব্যাক্তি উক্ত চোরাই মোটর সাইকেল যোগে আমাদের কাছাকাছি আসলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল থেকে নেমে পালানোর চেষ্টাকালে দুইজনকে হাতে নাতে আটক করি। একজন কৌশলে পালিয়ে যায়। আটককৃত দুই আসামীকে জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টির সত্যতা ম্বীকার করে।
আটককৃত আসামীরা হল ময়মনসিংহ জেলার কাচিনা পশ্চিমপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে আ: আলীম (২২) ও একই এলাকার মৃত আরফান আলীর ছেলে ইয়াকুব আলী (৪০)।
আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ১১ নভেম্বর রবিবার দুপুরে জেল হাযতে প্রেরণ করা হয়েছে।