অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আশার আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী


অত্যান্ত জাঁক জমক পুর্ন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে বেনাপোল থেকে সম্পাদিত ও প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আশার আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হলো।
শুক্রবার(৯/১১/১৮ইং) তারিখ সন্ধ্যার দিকে প্রথম বারের মত স্থানীয় সীমান্ত প্রেসক্লাব কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। জনাকীর্ণ এ অনুষ্ঠানে কবি,সাহিত্যিক,সাংবাদিক,লেখক,পা ঠক-পাঠিকা ও হিতাকাঙ্খীদের উপস্থিতিতে দৈনিক আশার আলো’র পুর্ন পরিচয় পত্র তুলে ধরা হয়। সম্পুর্ন নতুনত্ব নিয়ে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশে সব সময় সতর্কতা অবলম্বন করা হবে বলে নিউজ পোর্টালের সম্পাদক এবং প্রকাশক মোঃ আশাদুজ্জামান আশা সম্মানিত উপস্থিতিদের জানিয়ে দেন। এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকদের সব ধরনের সহযোগীতা চাইলেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক আশার আলো’র নির্বাহী সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বার্তা সম্পাদক রাসেল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাগর হোসেন উপস্থিত ছিলেন।