পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ এএম, বুধবার, ৭ নভেম্বর ২০১৮ | ৪২৯

মানিকগঞ্জে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. মহীউদ্দিন রাসেল এই তথ্য জানিয়েছেন।

এর আগে ঘন কুয়াশার কারণে রাত ১১টার থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় বিপুল পরিমাণ যানবাহন ফেরি পারের অপেক্ষা রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নারী পুরুষসহ হাজারো যাত্রী।
 
মহীউদ্দিন রাসেল জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাতে কুয়াশার মাত্রা বৃদ্ধি পেতে থাকে। ফলে রাত ১১টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এতে মাঝ নদীতে ছোট বড় ৮৬টি যানবাহন নিয়ে ছোট বড় ৫টি ফেরি নোঙ্গর করে। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় সকাল ৭টার দিকে বিপুল পরিমাণ যানবাহন আটকা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের শ্রমিকরা।