বৃহস্পতিবার চালু হচ্ছে

ঢাকা- টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস ‘‘টাঙ্গাইল এক্সপ্রেস’’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮ | ২৮৩৪

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর চালু হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ঢাকা- টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস ‘‘টাঙ্গাইল এক্সপ্রেস’’। আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে এ ট্রেন সার্ভিস।

এ তথ্য নিশ্চিত করেছে টাঙ্গাইল সদর ৫- আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে রেলমন্ত্রণালয়ে রেলমন্ত্রী মজিবুল হক ও টাঙ্গাইল সদর ৫- আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এর উপস্থিতিতে ঢাকা- টাঙ্গাইল সরাসরি ট্রেন বাস্তবায়ন কমিটির সভায় এই সিদ্বান্ত হয়।

সভার সিদ্বান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে ৫টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চালু হবে ট্রেন সার্ভিস। এসময় ঢাকা থেকে ট্রেনটি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবে। এসময় এ ট্রেনে করে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এর নেতৃত্বে টাঙ্গাইলের উদ্দেশ্যে একটি টিম আসবে।

এ প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতিতে ঢাকা- টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ৫টা ২০ মিনিটে রেলমন্ত্রী মজিবুল হক ঢাকা- টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস ‘‘টাঙ্গাইল এক্সপ্রেস’’ শুভ উদ্বোধন করবেন।

এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতিক্ষার পর টাঙ্গাইলবাসীর প্রত্যাশিত ঢাকা- টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালুর স্বপ্ন পূরণ হল। এতে আমরা অত্যন্ত আনন্দিত। এতে করে জননেত্রী শেখ হাসিনার আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হল। আমার টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।