গণতন্ত্র রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবেন প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮ | ৪০৬
ফাইল ছবি

সবার মতামত নিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে ইসলামী ঐক্যজোটের ৮টি দলের ৩৬ সদস্যের সঙ্গে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সংলাপের সূচনায় গণভবনে নিজের এ অবস্থানের কথা জানান তিনি।

ধর্মীয় শিক্ষা ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে সরকারের টানা দুই মেয়াদের কর্মকাণ্ডের মূল্যায়ন করে সংলাপ শুরু করেন প্রধানমন্ত্রী।

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উদ্ভূত রাজনৈতিক সংকট নিরসনে চলমান সংলাপের পঞ্চম পর্বে গত রোববার গণভবনে ডাক পায় ইসলামী ঐক্যজোট।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সংলাপের আমন্ত্রণ জানিয়ে ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম ও বায়তুল মাল সম্পাদক আল আমীনের হাতে চিঠি তুলে দেন। আমন্ত্রণ পত্রটি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বরাবর লেখা।

সংলাপের বসার আগ্রহ জানিয়ে ১ নভেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ইসলামী ঐক্যজোট। সেদিন বিকাল ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় চিঠি নিয়ে যান জোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও মাওলানা আনছারুল হক ইমরান।

আওয়ামী লীগের পক্ষে চিঠি গ্রহণ করেন দলের উপ-দপ্তর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এরআগে জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, ১৪ দলীয় জোট এবং সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে সংলাপে বসে ক্ষমতাসীন জোট।

এছাড়াও বাম গণতান্ত্রিক জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সাথে দ্বিতীয় দফায় সংলাপে বসার কথা রয়েছে।