আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৯ পিএম, সোমবার, ৫ নভেম্বর ২০১৮ | ৫৭২

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নে আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের শুভ উদ্বোধন করেন।

৫ নভেম্বর সকালে বিদ্যালয়ে প্রাঙ্গাণে এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

এসময় স্থানীয় সংসদ সদস্য বলেন বঙ্গবন্ধুকণ্যা-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। তারই নির্দেশে আজ সারা বাংলাদেশে উন্নয়নের কাজ চলছে। আমরা সংসদ সদস্য শেখ হাসিনার পক্ষে আপনাদের সেবক হয়ে কাজ করছি।

এসময় অরোও উপস্থিত ছিলেন , টাঙ্গাইল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন খান তোফা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী, আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন কিসলু, টাঙ্গাইল উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বকুল, বাঘিল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন,অএ বিদ্যালয়ের শিক্ষক , শিক্ষার্থী সহ এলাকার ব্যক্তিবর্গ।