মির্জাপুরে নৌকার পক্ষে কাজ করতে মুক্তিযোদ্ধাদের শপথ


মির্জাপুরে নৌকার পক্ষে গণজাগরন সৃষ্টি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধারা শপথ নিয়েছে। রোববার বেলা এ্গারটায় উপজেলা চত্বরের মু্িক্তর মঞ্চে আয়োজিত এক সমাবেশে তারা এই শপথ নেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি মুক্তিযোদ্ধাদের ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা মু্িক্তযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন একাব্বর হোসেন এমপি, মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বাশতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সিদ্দিকুর রহমান প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও নৌকার গণজাগরন সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেন। পরে মুক্তিযোদ্ধারা আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য দুই হাত তুলে শপথ করেন।