টাঙ্গাইলে দুইটি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫০ পিএম, শনিবার, ৩ নভেম্বর ২০১৮ | ৫৪৮

টাঙ্গাইল পৌরসভার শহরের প্রাণ কেন্দ্র পুরাতন বাস টার্মিনালে অবস্থিত শিবনাথ উচ্চ বিদ্যালয় ও রহিমা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এর একাডেমিক ভবনের উর্ধধমূখী সম্প্রসারণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করা হয়েছে।

এ বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ।

শনিবার বেলা ১২টায় শিবনাথ উচ্চ বিদ্যালয় এবং দুপুর ২টায় রহিমা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে স্থানীয় সংসদ উপস্থিত থেকে ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী, আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন কিসলু, টাঙ্গাইল উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মো¯ত্মাফিজুর রহমান বকুল, অএ বিদ্যালয়ের শিক্ষক , শিক্ষার্থী সহ এলাকার ব্যক্তিবর্গ।