মির্জাপুরে উৎকন্ঠা কাটিয়ে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত


টাঙ্গাইলে মির্জপুরে সকল উৎকন্ঠা অনিশ্চয়তা কাটিয়ে গোড়াই ইউনিয়ন (পশ্চিম ) শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে সোহাগপুর নিরিবিলি হোটেল সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনকে ঘিরে গত কয়েকদিন যাবত ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে রেশারেশি চলছিল। উপজেলা ছাত্রলীগ গত ২ অক্টোবর এক বর্ধিত সভার মাধ্যমে ১৩ অক্টোবর শুক্রবার ধেরুয়া পিএইচসি মাঠে গোড়াই ইউনিয়ন (পশ্চিম ) শাখার ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারন করে। কমিটির বাইরে ছাত্রলীগের অপর একটি অংশ একই স্থানে কর্মী সমাবেশ আহবান করে।এর ফলে সম্মেলন ও কর্মী সমাবেশকে ঘিরে দেখা দেয় অনিশ্চয়তা।
অবশেষে উপজেলা ছাত্রলীগ স্থান পরিবর্তন করে এক কিলোমিটার দুরে ওই স্থানে সম্মেলন সম্পন্ন করে।
সম্মেলনে সভাপতিত্ব করেন গোড়াই ইউনিয়ন (পশ্চিম ) শাখার যুগ্ম আহবায়ক মিজানুর রহমান।
বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শ্রমিকলীগ সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুৎ, মির্জাপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান এস এম মোজাহিদুল ইসলাম মনির, জেলা যুবলীগ সহসভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাাদক সিরাজুল ইসলাম সিরাজ,সৈয়দ ওয়াহীদ ইকবাল,স্বাস্থ্য ষিয়ক সম্পাদক মাসুদ রানা মাসুম,সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, জেলা ছাতলীগ আহবায়ক মুস্তাফিজুর রহমান সোহেল, কৃষকলীগ নেতা আবু সাইদ শিকদার, যুবলীগ নেতা সেলিম শিকদার,উপজেলা ছাত্রলীগ সভাপতি মীর আসিব অনিক, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
সম্মেলন শেষে মিজানুর রহমানকে সভাপতি এবং সেতাব মাহামুদকে সাধারণ সম্পাদক করে গোড়াই ইউনিয়ন (পশ্চিম ) শাখার কমিটি গোষনা করা হয়।
এদিকে ছাতলীগের অপর গ্রুপ ধেরুয়া পিএইচসি মাঠে তাদের কর্মী সমাবেশ করে।
সেখানে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগ সভাপতি আবুবক্কর শিকদার, সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি মোবারক হোসেন , সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।