টাঙ্গাইলে নারীমুক্তি সংঘের সমন্বয় সভা অনুষ্ঠিত


টাঙ্গাইলে নারীমুক্তি সংঘ ও লাইট হাউজের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের একটি রেস্টুরেন্টে সরকারি বেসরকারি সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তাদের নিয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কনসালটেন্ট এফপিসিএসকিউআইটি পরিবার পরিকল্পনা টাঙ্গাইল এর সহকারি পরিচালক (সিসি) ডা:মো.ফরহাদ আলী খান।
অনুষ্ঠানে নারীমুক্তি সংঘের নির্বাহী পরিচালক আকলিমা বেগম আঁখি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা চায়না, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর মেহদেী হাসান আলীম, জেনারেল হাসপাতালের ও সিসি আমিনুর রহমান, সেবক টাঙ্গাইল এর নির্বাহী পরিচালক নাজমুস সালেহীন ।
অনুষ্ঠানের শুরুতেই এইচআইভি আক্রান্ত হয় কিভাবে, এর প্রতিকার কিভাবে সম্ভব ও এর চিকিৎসা কেন্দ্র দেশের কোন অঞ্চলে অবস্থিত ও যৌন মিলনের পূর্বে যৌনকর্মী কিভাবে নিজেকে এইচআইভি আক্রান্ত থেকে বিরত রাখতে পারে এবং নারী সচেতনতা বিষয়ের উপরে এক আলোকচিত্র প্রদর্শন করা হয়। আলোকচিত্র প্রদর্শন ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন লাইট হাউজের টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের প্রকল্প সমন্বয়কারী নাদিরা পারভীন।
এসময় নারীমুক্তি সংঘ, লাইট হাউজ, ব্লাস্টের কর্মকর্তাবৃন্দ ও মানবাধিকার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা যৌন কর্মীদের সচেতনতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।