যুক্তরাষ্ট্রে গুলিতে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক


যুক্তরাষ্ট্রের পেনসিলভিয়ার পিটসবার্গে ইহুদিদের উপাসনালয়ে (সিনাগগ) বন্দুক হামলায় হতাহতের ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ২৭ অক্টোবর পিটসবার্গ শহরে ইহুদিদের সিনগাগে বন্দুক হামলায় ১১ জনের নিহতের ঘটনা আমাদের অনেক ব্যথিত করেছে।
‘‘নিরস্ত্র মানুষের ওপর এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাই আমি। আমার সরকার বর্তমানে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করেছে।’’
বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শোকাবহ মুহূর্তে বন্ধুর মতো পাশে আছি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্নার মাগফিরাত কমনা করেন।
গত শনিবার স্থানীয় সময় সকালে প্রার্থনা চলার সময় একজন বন্দুকধারী ট্রি অব লাইফ সিনাগগে ঢুকে কয়েকশ’ মানুষের ওপর এর এলোপাতাড়ি গুলি করতে থাকে। ওই সময় ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।