টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮ | ৩৭১

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ২০ দালালকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দালাল ও ওষুধ কোম্পানির রিপ্রেজেনটিভদের দৌরাত্ম্যে বেড়েই চলছে। এতে প্রায়ই দুর্ভোগ পোহাতে হয় রোগী ও ডাক্তারদের। তবে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক।

মঙ্গলবার দুপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল করিমের নেতৃত্বে ও ডিবি’র সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তাৎক্ষনিকভাবে আটকৃতদের পরিচয় পাওয়া যায়নি।

ম্যাজিষ্ট্রেট আব্দুল করিম জানান, দীর্ঘদিন যাবত জেনারেল হাসপাতালে দালালদের অত্যাচারে রোগি ও তাদের স্বজনরা অতিষ্ঠ হয়ে ওঠেছে। এমন তথ্যের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করে ২০ দালালকে আটক করা হয়। আটক কৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।