দ্বিতীয় দিনের মতো ঠাকুরগাঁওয়ে চলছে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৭ পিএম, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮ | ৩৯৫

পরিবহন শ্রমিকদের ডাকা সারাদেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে সোমবার ঠাকুরগাঁওয়ের কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে শ্রমিকরা তাদের কর্মবিরতি পালন করছেন।

জেলার অভ্যন্তরে ও দূরপাল্লার সকল ধরনের যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। শহরে বিকল্প পরিবহন হিসেবে অনেকেই রিকশা, ভ্যান, থ্রি-হুইলার ব্যবহার করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, পরিবহন ধর্মঘটের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।