টাঙ্গাইলে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, রোববার, ২৮ অক্টোবর ২০১৮ | ৬৬৯

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হুগড়া ইউনিয়নের আনুহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ।

আজ রবিবার বেলা ১২টায় আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুপুর ২টায় আনুহলা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

এর পরে স্থানীয় সংসদ সদস্য হুগড়া ইউনিয়নের পুর্ব চরফতেপুর - আনুহলা বাজার মোর হতে চাকলাদার পাড়া পর্যস্ত রাস্তা পাকা নির্মাণ কাজেরও শুভ উদ্ভোধন করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা,সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বকুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল রহমান সাগর, কাতুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নায়েব আলী, হুগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাপ খন্দকার সহ ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ এলাকার ব্যক্তিবর্গ।