নাটোরে ইয়াবাসহ দুই যুবক আটক


নাটোরের সিংড়ার বড় বারইহাটি এলাকা থেকে ইয়াবাসহ শামীম ও মকিম নামে দুই যুবককে আটক র্যাব-৫।
শনিবার রাত সাড়ে দশটার দিকে ৪৮৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটক শামীম একই উপজেলার সিংড়া কলেজপাড়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে এবং মুকিম একই উপজেলার বড় বাইরহাটি গ্রামের মৃত মোহাম্মদ বেগ এর ছেলে।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় বাইরহাটি গ্রামে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির সময় মুকিম এবং শামীমকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জনসমক্ষে স্বীকার করে যে তারা এই ইয়াবা বিক্রি করে আসছিল। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
এমএমআর/ফিরোজ আহমেদ