শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনে দেশ এগিয়ে যাচ্ছে- ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮ | ৬৪৫

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে।

দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে যাচ্ছে, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানো হয়েছে।

দেশের উন্নয়ন চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নাই। তাই আমি আশা করি, আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনে দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বকে অব্যাহত রাখবেন।

বাঘিল ইউনিয়নে সকল উন্নয়ন ও অর্জনে অসাধারণ অবদান রাখায় আজ ২৭  অক্টোবর বিকালে যুগনী হাট খোলায় বাঘিল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তার গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী সিডনি থেকে আন্তর্জাতিক লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন, ভারতের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি অর্জন করেছেন। এমনকি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পুরো কৃতিত্বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

দুপুর মধ্যে গণসংবর্ধনার বিশাল প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্যান্ডেলের ভেতর স্থান সংকুলান না হওয়ায় দুপুরে পরে আসা নেতা কর্মীরা প্যান্ডেলের পূর্ব, ও পশ্চিম পাশের খালি জায়গায় অবস্থান নেয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এমপি মনোয়ারা বেগম, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম - যুগ্ম -সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, ধর্ম বিষায়ক সম্পাদক বদিউজ্জামান ফারুক, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন,সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম খান, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন খান তোফা, বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ প্রমুখ।