টাঙ্গাইলে

ধলেশ্বরী নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮ | ৫৮০

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ছিটকিবাড়ী-চর পৌলী রাস্তায় ০+০০০ কি.মি. চেইনেজে ধলেশ্বরী শাখা নদীর উপর ৮১ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

২৭ অক্টোবর শনিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফারুক, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন,সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম খান, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সোহাগ প্রমুখ।

এ বিষয়ে স্থানীয় সংসদ বলেন, এই নদীর উপর দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থীরা আগে দুটি জামা নিয়ে স্কুলে যেত। একটি ভিজে থাকতো আরেকটি শুকনো। আগের দিনের মানুষ খুব কষ্ট করে এ নদীর উপর দিয়ে যাতায়ত করতো। এখন আর সেই দুর্ভোগ ও কষ্ট পোহাতে হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাকিতায় ধলেশ্বরী শাখা নদীর উপর ৮০ মিটা দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশলী টাঙ্গাইল থেকে ৪ কোটি ২৩ লক্ষ ১৪৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই ব্রীজের কাজ শেষ হলে আশে পাশের ১৫-২০ টি এলাকার মানুষ নির্বিগ্নে যাতায়ত করতে পারবে।

/এমএমআর