নাটোরে বজ্রপাত রোধে পাঁচ হাজার তালবীজ রোপন

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৩ পিএম, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮ | ৪৬১

বজ্রপাত থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাঁচ হাজার তালবীজ রোপন করা হয়েছে।

শুক্রবার সকালে চলনবিলের তাড়াশ-বারুহাস রাস্তার ডাহিয়া ও দূর্গাপুর এলাকায় সড়কের দু’পাশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমএম আবুল কালাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী ও সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিংড়া উপজেলার সেক্রেটারী তাইফুর রহমান তাইফ, পরিবেশ কর্মী আরিফুল ইসলাম বিপ্লব ও আব্দুল আলীম খাজা।

ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমএম আবুল কালাম বলেন, চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য্য, প্রাকৃতিক ভারসাম্য ও বজ্রপাত থেকে রক্ষায় তার নিজ অর্থায়নে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পিএইচপি/ফিরোজ আহমেদ