বারোপোতা সিমান্তে ৫ কেজি র্স্বনসহ আটক এক

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০০ এএম, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮ | ৫০৯

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল বারোপোতা সিমান্ত থেকে ৪০ টি স্বর্ণবারসহ ১ জন স্বর্ণচোরাকারবারীকে আটক করেছে।

শুক্রবার (২৬ অক্টোবার) সকাল ৮ টার সময় বারোপোতা বাজার থেকে ৫ কেজি স্বর্ণবার ও একটি মটর সাইকেল সহ সজীব হোসেন (২১) নামে একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত হলে শার্শার সাতমাইল গ্রামের মাঠপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে।

আটক স্বর্ণচোরাকারবারী সজীব জানায়, আমি এই প্রথমবার স্বর্ণ পাচার কাজে এসেছি। এক হাজার টাকার বিনিময়ে শার্শার সাতমাইল থেকে বারোপোতা সীমান্ত পর্যন্ত বহন করার চুক্তি হয়। তবে সে স্বর্ণের মালিকের নাম জানেন না ও তাকে চেনেন না বলে দাবী করেছেন।

বিজিবি জনান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের বারোপোতা সিমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণের একটি চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৪০ টি র্স্বণবার (৫ কেজি) একজনকে আটক করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক এক প্রেস ব্রিফিংয়ে জানান, বেনাপোলের বারোপোতা সীমান্ত এলাকা থেকে ৪০ টি স্বর্ণবার(৫ কেজি) সহ একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫০ লক্ষ টাকা। আটকৃত স্বর্ণসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।