ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী সাম্য ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৩ পিএম, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮ | ৪৩৯

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী ক্লাব সংগঠন সাম্য ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সাম্য ক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে।

র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

রাশেদুল ইসলাম মলয় এর সভাপতিত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন,সাম্য ক্লাবের সাধারণ সম্পাদক আহমুদুল্লাহ বাবু,সাম্য ক্লাবের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ,সাম্য ক্লাবের সহ-সভাপতি লৎফর রহমান মিঠুসহ সাম্য ক্লাবের সকল কার্যকারী কমিটির নেতৃবৃন্দ সহ সাধারণ সদস্য/সদস্যাগণ র‌্যালিতে উপস্থিত ছিলেন।

এছাড়াও রাতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালান করা হবে।