ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থ্যদের মাঝে গরু বিতরণ

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৪ পিএম, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮ | ৪৫২

ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে অসহায় ও দুস্থ্যদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।

সদর উপজেলার শিবগঞ্জ পূর্ব পারপুগী গ্রামে জামালপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ১২টি পরিবারের সদস্যের হাতে গরু তুলে দেন।

এ সময় পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের সাবেক পরিচালক মো. মজিরুল ইসলাম, কাজী মাহামুদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান দবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিবারে স্বচ্ছলতা আনতে গত ১০ বছর ধরে পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের সাবেক পরিচালক মো. মজিরুল ইসলাম সামাজিক দায়বদ্ধতা থেকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রামের দরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ করে আসছেন।