ভিক্ষুকদের পুনর্বাসনে বিভিন্ন ব্যবসায়ী উপকরণ বিতরণ

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২০ পিএম, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮ | ৪৩৭

দেশে দারিদ্র নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন ও ভিক্ষাবৃত্তির মতো অমর্যাদাকর পেশা থেকে নিবৃত্ত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর মাঝে নওগাঁর সাপাহারে তালিকাভুক্ত ভিক্ষুকদের মাঝে বিভিন্ন ব্যবসায়ী উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪ টায় সাপাহার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে ব্যবসায়ী উপকরণ বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সবুর আলী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আলম শাহ্ ।

উক্ত অনুষ্ঠানে সদর ইউনিয়নের ৫ জনের মাঝে চায়ের দোকান ও দোকানের উপকরণ সহ নগত অর্থ বিতরণ করা হয়।