পঞ্চগড়ে পুকুরে ডুবে নারীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩ পিএম, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ | ৪৬৪
পঞ্চগড় সদর উপজেলার দ্বারিয়াপাড়া এলাকায় মাছকে খাবার দিতে গিয়ে পুকুরে পড়ে আর্জিনা (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 
 
আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আর্জিনা ফায়িম ইসলামের স্ত্রী।
 
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে মাছের খাবার দিতে গিয়ে পানিতে পড়ে যায় আর্জিনা। সাঁতার না জানায় একপর্যায়ে ডুবে যায়। বাসায় মাকে অনেক খোজাখুজি করে আলামিন পরে তাকে পুকুরের পানিতে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল হক পুকুরে পড়ে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।