নবাগত জেলা প্রশাসকের বাসাইলে মতবিনিময়


টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের বাসাইল উপজেলা প্রশাসনসহ বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচয় পর্ব শেষে বাসাইলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, আমাদের সকলের উদ্দেশ্য দেশ সেবা, সেই সেবার মনোভাব নিয়ে দলমত নির্বিশেষে দেশের উন্নয়নের কাজ করে যাবো। সরকার যে উদ্দেশ্য ও আস্থা নিয়ে আমাকে টাঙ্গাইলে পাঠিয়েছেন আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমার দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে যাবো ইনশাআল্লাহ।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা গঠনমূলক আলোচনা-সমালোচনার মাধ্যমে জনমত সৃষ্টি করে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাসাইলের সাংবাদিকরাও এ শান্তিপ্রিয় উপজেলার উন্নয়নে সরকারকে সহযোগিতার ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।