ঠাকুরগাঁওয়ের প্রবীণ সাংবাদিক রফিকুল ইসলাম আর নেই

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২ এএম, শনিবার, ২০ অক্টোবর ২০১৮ | ৪৪৬

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রবীণ সাংবাদিক রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

শনিবার (২০ অক্টোবর) ভোর রাতে তিনি ইন্তেকাল করেন। প্রবীণ এ সাংবাদিক দৈনিক ইনকিলাব পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 

পরিবারের সুত্রে জানা যায়, শনিবার (২০ অক্টোবর) ভোরে সাংবাদিক রফিকুল ইসলাম অসুস্থ্ হলে তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 

তিনি- স্ত্রী, চার মেয়ে, এক ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য ভক্ত রেখে গেছেন। 

তার মৃত্যুতে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউর বকুল, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদ্রহী আত্মার মাগফেরাত কামনা করেন।