কালিহাতীতে নিরাপদ সড়ক কর্মসূচীর উদ্বুদ্ধকরণ ও শিক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
 
												 
																			টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ) এর আওতায় কালিহাতী পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী এবং TOT গ্রুপ এর সদস্যদের নিরাপদ সড়ক কর্মসূচীর উদ্বুদ্ধকরণ -শিক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি পৌরসভা কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়।
বুধবার (১৭ অক্টোবর) দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.এন.এম এনায়েত উল্লাহ, নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ) এর প্রকল্প পরিচালক আবু মো. শাহরিয়া, নবিদেপ এর ময়মনসিংহ অঞ্চলের ডিপিডি আবুল কালাম আজাদ, নবিদেপ এর টেনিং কো-অডিনেটর কর্নেলঃ (অবঃ) শফিকুল আলম, ময়মনসিংহ অঞ্চল নবিদেব প্রকল্পের জঊ মিজানুর রহমান, নবিদেপ’র ডিটিএল (আরবান) সামছুল আরেফিন, জিআইসিডি টীম লিডার গোলাম কিবরিয়া, রোড সেফটি স্পেশালিষ্ট তামজিদ সরকার প্রমুখ।
 
                         
 
             
            