বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে জুতার ট্রাক আটক

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫ এএম, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ | ৪৭৩

বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে আমদানিকৃত এক ট্রাক জুতা আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার বিকেলে সরাসরি ভারত থেকে পন্য বোঝায় কৃত ট্রাকটি বাংলাদেশে আসার সাথে সাথে কাস্টমসের স্পেশাল গ্রুপ (আই আর এম) গাড়ীটি সরাসরি কাস্টমস হাউসে নিয়ে আসে। কাস্টমসের স্পেশাল গ্রুপ(আই আর এম) যাচাই-বাছাই শেষে মঙ্গলবার শুল্ক ফাঁকির বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়, ঢাকার সরদার ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান গত ১৪ অক্টোবর ভারত থেকে এক ট্রাক লেডিস জুতা আমদানি করে। যার মেনিফেস্ট নং-৩৭৪০৪। পণ্যটি একটি ভারতীয় ট্রাকে করে বেনাপোল বন্দরে প্রবেশের পর বেনাপোল কাস্টমস সেটি আটক করে। পরে মালামাল পরীক্ষণ করে আমদানি ঘোষণায় ৭ হাজার ২০০ পিস লেডিস জুতা থাকলেও প্রায় সাড়ে ১২ হাজার পিস জুতা পাওয়া যায়। যাতে শুল্ক ফাঁকি দেয়া হচ্ছিল অন্তত ৬ লাখ টাকা।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, শুল্ক ফাঁকির অভিযোগে আমরা একটি জুতার চালান আটক করেছি। ঘোষণার প্রায় দ্বিগুণ পণ্য আনার অভিযোগে আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এমএমআর/সাগর হোসেন