মধুপুরে পাঁচ ডাকাত গ্রেপ্তার


টাংগাইলের মধুপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাত সোয়া ২ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
মধুপুর থানার উপপরিদর্শক ফখরুল ইসলাম জানান, ৫/৬ জন ডাকাত উপজেলা টনকিআটা গ্রামের বাবুলের বাড়ির পূর্ব পাশে কাঁঠাল বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে পুলিশ খবর পেয়ে মধুপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের জহুর আলীর ছেলে আরিফ হোসেন, দিগরবাইদ গ্রামের আমির হামজার ছেলে মজনু মিয়া, কাকরাইদ গ্রামের অতুল মিয়ার ছেলে হাসান আলী, টনকিআটা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বাবুল মিয়া ও ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাদুরতলা গ্রামের হারুন অর রশিদের ছেলে সাগর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের দখলে থাকা ২টি ধাঁরালো রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মধুপুর থানায় ডাকাতির প্রস্তুতি মামলা হয়েছে। আসামিদের টাংগাইল কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।