সখীপুরে পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেফতার


টাঙ্গাইলের সখীপুরে পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার ও সোমবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে সোমবার সকালে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- আমিনুল ইসলাম, শরাফত আলী, ফালু মিয়া, লেবু মিয়া, মজনু মিয়া, মিনহাজ উদ্দিন, নাজমুল হাসান, আরিফ হোসেন, শহীদুল ইসলাম ও আবদুল হামিদ।
সখীপুর থানার ওসি এসএম তুহিন আলী বলেন, গ্রেফতারকৃতদের নামে আদালতের পরোয়ানা ছিল। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।