বীরগঞ্জ সরকারি কলেজে ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবন উদ্বোধন

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯ পিএম, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | ৪৫৩

বিজ্ঞান প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থাই জীবন-যাত্রার মানকে সুন্দর করতে পারে এমন মন্তব্য করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিশ্বয়নের এই যুগে টিকে থাকতে হলে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার কোন বিকল্প নাই।

আজ মফস্বলের শিক্ষার্থীরা সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাচ্ছে কেবলমাত্র শেখ হাসিনার কারণে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর রাষ্ট্র পরিচালনায় এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প গড়ে উঠেনি।

বীরগঞ্জ সরকারি কলেজের আয়োজনে কলেজ চত্বরে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।

এমপি গোপাল আরো বলেন, আজকে বীরগঞ্জ উপজেলায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে বলেই হতদরিদ্র পরিবারের সন্তান সজিব চন্দ্র রায় সমগ্র দেশে এমবিবিএস ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছে। যার কারণে এই এলাকার মানুষ হিসেবে আমরা গর্বিত।

মনোরঞ্জন শীল গোপাল এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রতি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ কেবলমাত্র দুরদর্শী সম্পন্ন আওয়ামী লীগ সরকারই গ্রহণ করতে পারেন। বীরগঞ্জ কলেজে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মান করে কলেজ এবং বীরগঞ্জবাসীকে জননেত্রী শেখ হাসিনা কৃতজ্ঞ করে করে রাখলেন।

শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে না পারলে দেশ জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে একথা উল্লেখ করে এমপি গোপাল বলেন, এই দেশ এবং ১৬ কোটি মানুষের প্রয়োজনে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। আর হৃদয় দিয়ে বঙ্গবন্ধুকে ধারণ ও বাঙালিকত্ব চেতনাকে আমরা লালন না করতে পারলে কাঙ্খিত সোনার বাংলা বিনির্মান দূরুহ হয়ে পড়বে।

বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. খয়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর জোন এর নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান।

এর আগে ফিতা কেটে ‘বীরগঞ্জ সরকারি কলেজ’ এর নামকরণের উদ্বোধন ও শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট আইসিটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম মিন্টু ও প্রভাষক আল মামুন এর প্রাণবন্ত সঞ্চালনায় কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নইমুদ্দিন আহমেদ, কলেজের সাবেক জিবি সদস্য বিমল চন্দ্র দাস, কলেজের উপাধ্যক্ষ সন্তোষ কুমার রায়, ওসি তদন্ত বিশ্বনাথ গুপ্ত ও দিনাজপুর শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. শাহ আলম প্রমুখ।

পিএইচপি/প্রদীপ রায়