চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:১৭ পিএম, রোববার, ১৪ অক্টোবর ২০১৮ | ৫০৭

নাটোর সদর উপজেলার বারঘড়িয়া এলাকায় হাত পা বেধে চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার আব্দুল খালেকের ছেলে ইউসুফ আলী শনিবার সন্ধ্যায় নিজস্ব ইজিবাইকে যাত্রী নিয়ে নাটোর শহর থেকে নলডাঙ্গা যাওয়ার পথে নিখোঁজ হন।

পরিবারের লোকজন সম্ভাব্য জায়গায় খোঁজাখুজি করেও কোনো সন্ধান পায়নি।

রবিবার সকালে সদর উপজেলার বারঘড়িয়া এলাকার একটি ধানক্ষেতে ইউসুফের হাত বাধা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে ইজি বাইকের সন্ধান পাওয়া যায়নি।