নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন


‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০১৮ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভায় ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মতিনুল ইসলাম, দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আঃ রাজ্জাক, আমিনুল ইসলাম প্রমুখ।
একই মাঠে দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের উদ্যোগে বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করনীয় সম্পর্কে এক মহড়া অনুষ্ঠিত হয়।