নন্দীগ্রামে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৮ পিএম, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮ | ৪০৬

“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দূর্যোগের পূর্ব প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন ফেরদৌস লিপি, শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, সাব এ্যাসিষ্ট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী, মডার্ণ প্রি-ক্যাডেট একাডেমীর পরিচালক মো: আব্দুল মতিন প্রমূখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মো: রুবেল রানা। এছাড়াও দিবস টি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মোঃ মাসুদ রানা