ফজলুর রহমান খান ফারুকের ৭৪তম জন্ম দিন পালিত


টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার বাদ মাগরিব জেলা আওয়ামীলীগ কার্যলয়ে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের ৭৪তম জন্ম দিন কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয়েছে।
কেক কাটার সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাহার আহমেদ,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টাংগাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম,এ রৌফ সহ ছাত্রলীগ ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।