চকরিয়া-পেকুয়ায় ইলিয়াছ এমপির গণসংযোগ

কক্সবাজার জেলা সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৩৩ এএম, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮ | ৪৭৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় জাতীয় পার্টি (লাঙ্গল) সমর্থনে চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য আলহাজ¦ মোহাম্মদ ইলিয়াছ ব্যাপক গণসংযোগ করেছে।

বৃহষ্পতিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে সারা দিন উপজেলার শিলখালী সাঁকুর পাড় স্টেশন, জারুলবুনিয়া স্টোশন, শিলখালী স্কুল স্টেশন, কাচারী মুড়া স্টেশন, বারবাকিয়া বাজার, টইটং হাজি বাজার, টইটং বাজার, রাজাখালী আরবশাহ বাজার, সিকদার পাড়া স্টেশন, সবুজ বাজার ও মগনামা সোনালী বাজার এলাকায় তিনি এ নির্বাচনী প্রচারণা ও গণ সংযোগ শুরু করেন। এসময় সাংসদ হাজী মোহাম্মদ ইলিায়াছ স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কুশল বিনিময় করেন।

স্থানীয়দের সাথে কুশল বিনিময়কালে তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন শতভাগ নিশ্চিত হয়েছে। ফলে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট প্রার্থী (লাঙ্গলের) বিজয় নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চকরিয়া-পেকুয়ার সংসদীয় আসনটি পুঃনউদ্ধারে সকলকে নিষ্টা ও আন্তরিকতার সাথে করার জন্য নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান। ওই দিন মহাজোট সরকারের বিগত পাঁচ বছরের চকরিয়া-পেকুয়া বহুমূখী উন্নয়নের চিত্র তুলে ধরে লিপলেট ও আগামী নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে হ্যান্ডবিল বিতরণ করেন।

পেকুয়ায় প্রথমবারের মতো নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, জেলা পরিষদের সদস্য ও চকরিয়া পৌরসভা জাতীয় মহিলা পার্টির সভানেত্রী রেহেনা খাম রাহু, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম, মাতামহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় সহ সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌরসভা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু ছাদেক, যুব সংহতির নেতা মোঃ মানিক, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ হোসেন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জোবাইদুল হক খোকন, শিলখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু তাহের এমইউপি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, টইটং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল খােেলক, সাধারণ সম্পাদক আনিছুল কবির, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, রাজাখালী ইউনিয়ন জাতীয পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) আলী ওয়াজেদ, সাধারণ সম্পাদক ডাঃ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, মগনামা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আলমগীর সাওদাগর, উজানটিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু বক্কর, বারবাকিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু জাফর, টইটং ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি জাকের হোসেন, রাজাখালী ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি কামাল উদ্দিন মিরাজ, চকিরয়া জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক সজরুন্নাহার বুলু, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী আমাতুর রহিম হিরা, মহিলা নেত্রী সাহেনা বেগম, দিলুয়ারা বেগম প্রমূখ।

এছাড়া ওই দিন বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজ, জাতীয় পার্টিসহ অংগ সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দরা উপস্থিত ছিলেন।