টাঙ্গাইলে উদ্যোক্তা পেশায় নারীদের উদ্বুদ্ধকরনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত


টাঙ্গাইলে উদ্যোক্তা পেশায় নারীদের উদ্বুদ্ধকরনে পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিটি ফর সোশ্যাল এন্ড হিউম্যান এ্যাকশন (ঊষা) এর উদ্যোগে পসশিক পর্ষদের প্রশিক্ষন কেন্দ্রে ২৫ সেপ্টেম্বর সোমবার দিনব্যাপী ওই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ঊষা টাঙ্গাইল শাখার সমন্বয়কারী বিথী নন্দীর সঞ্চালনায় উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক মোঃ আব্দুল হামিদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, সদর উপজেলার যুব উন্নয়ন অফিসার মোঃগজনবী খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), গ্রামীন ব্যাংক করটিয়া শাখার এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রউফ, ঊষা টাঙ্গাইল শাখার প্রজেক্ট অফিসার আবিদ খান কমল, রুবি আক্তার, ফজলুর রহমান সেলিম, দেলদুয়ার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা পারভীন, দেওলী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম সাচ্চু।
অক্সফাম ও কানাডার অর্থায়নে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরনের ওই কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণ, ঊষার সদস্য ও উদ্যোক্তাগণ অংশগ্রহন করেন।