বেনাপোল সীমান্ত থেকে

৮০০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৪ পিএম, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮ | ২৬১

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল সীমান্ত থেকে ৮০০ বোতল ফেন্সিডিল আটক করছে। তবে এসময় কোন চোরাচালানকারীকে আটক করতে পারিনি বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বৃহস্পতিবার রাতে বেনাপোল সীমান্তের খড়িডাঙ্গা চারা বটতলা এলাকা দিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলের একটি চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে খড়িডাঙ্গা চারা বটতলা অভিযান চালিয়ে ৮০০ বোতল ফেন্সিডিল জব্দ করে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

রাতে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা চারা বটতলা মাঠের মধ্যে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮০০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) আটকের বিষয় নিশ্চত করে জানান, “বেনাপোল সীমান্ত থেকে ৮০০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়েছে। আটক ফেন্সিডিল খুলনা ২১ ব্যাটালিয়নে জমা দেওয়ার হবে।