আওয়ামী লীগ সরকার জনগণের সরকার: রমেশ চন্দ্র সেন

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৯ পিএম, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮ | ৪৪৫
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। আ.লীগ সরকার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন করা জন্য। এ সরকারের জন্যেই দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।
 
মঙ্গলবার সকালে কচুবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
কচুবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোশারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ নেওয়াজ কাদির শাকিল চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান নজরুল সহ স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
 
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৮০ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ হলে ওই এলাকার অসংখ্য শিক্ষার্থী পাঠদানের সুযোগ পাবে।