বাগাতিপাড়ায় নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময়


নাটোরের বাগাতিপাড়া মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে থানা কার্যালয়ে বাগাতিপাড়া প্রেসক্লাব’র সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ওসি বলেন, সাংবাদিকসহ বাগাতিপাড়াবাসী সকলের সাথে মিলে মিশে কাজ করতে চাই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সহ প্রত্যকটি কাজে সকলের সহযোগীতা প্রত্যাশাও করেন তিনি।
সম্প্রতি তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানা থেকে বাগাতিপাড়া মডেল থানায় (০১ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ) যোগদান করেন। তিনি বগুড়া জেলার শারিয়াকান্দি উপজেলার স্থায়ী বাসিন্দা । ওসি আতাউর ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গনিত বিভাগে মাস্টার্স ডিগ্রি শেষ করে , ১৯৯৮ সালে সাব ইন্সপেক্টর হিসাবে সারদা পুলিশ একাডেমি তে যোগদান করেন।
তার ওসি হিসাবে প্রথম যোগদান ২০১৩ সালে ঢাকার কাফরুল থানায়।এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া প্রেসক্লাব’র সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি অধ্যক্ষ সাজেদুর রহমান,সহ সভাপতি ও দৈনিক ইত্তেফাক, সানশাইন প্রতিনিধি আরিফুল ইসলাম তপু,সেক্রেটারী ও দৈনিকি আমার সংবাদ প্রতিনিধি আল আফতাব খান সুইট, দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক পদ্না প্রবাহ প্রতিনিধি জুলফিকার আলী, দৈনিক সকালের সময় প্রতিনিধি আব্দুল হাকিম মাহবুব , রাজবার্তা প্রতিনিধি আনিসুর রহমান প্রমুখ।