ঠাকুরগাঁওয়ে মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হেকস্ ইপার’র সহযোগিতায় প্রমোশন অফ রাইটস্ অফ এথনিক মাইনোরিটি এ্যান্ড দলিতস্ ফর ইমপ্রুভমেন্ট হলরুমে সোমবার প্রোগ্রাম(প্রেমদীপ)’র উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মৌসুমী আফরিদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাহফুজা বেগম পুতুল, ইউপি চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি মোঃ মোবারক আলী, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ মান্নান, টেকনিক্যাল ম্যানেজার এ্যাডভোকেসি মোকসেদুল মোমেনিন, প্রেমদ্বীপ’র উপজেলা ব্যবস্থাপক মোঃ খায়রুল আলম, সেজুতি টুডু, সুফল মুর্মু প্রমুখ।
অপরদিকে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। পরে রাণীশংকৈল উপজেলায় সার্বজনীন দুর্গাপুজা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।