শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪১ পিএম, সোমবার, ৮ অক্টোবর ২০১৮ | ৫০৩

আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় কালিহাতী থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) মাসুদুর রহমান মনির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু, সাধারন সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা পশ্চিম অঞ্চল পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য, কালিহাতী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নজরুল ইসলাম। উল্লেখ্য, এ উপজেলায় এবার ১৭৬টি মন্ডপে দূর্গা পূজা উদ্যাপিত হবে।