প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে : প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, রোববার, ৭ অক্টোবর ২০১৮ | ৪৯৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণের স্বাস্থসেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে প্রতিটি ‍বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়া হবে। তবে এবারে সম্ভব না। আগামীতে ক্ষমতায় এলে তারপর সম্ভব।

আজ রবিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় গণভবেন চিকিৎসকদের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, অবৈধবাবে যারা ক্ষমতা দখল করেছে তারা মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো কাজ করেন না। তারা দেশের ক্ষতি করেছেন। জাতির পিতাকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন যারা তারা দেশের উন্নয়ন করেন নাই।

প্রধানমন্ত্রী আরও বলেন, এখন যুগে স্বাস্থ্যখাতের নতুনত্ব এসেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা দিতে হবে।

এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ চিকিৎসক পরিষদের নেতারা।