দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে আহত ৩২০ জন


দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে এক যাত্রীবাহী ট্রেন আরেকটি মাল ট্রেনের পিছনে ধাক্কা মারে। যার জেরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় ৫টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত ৩২ জনের অবস্থা গুরুতর। তবে আশঙ্কাজনক কেউ নয়। এমনটাই স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
এক বিবৃতিতে রেল কর্তৃপক্ষ জানায়, আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি পুরো বিষয়টি তদন্ত করে দেখে রিপোর্ট দেবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতেও এমন একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। সেই সময় ২০০ জন মানুষ আহত হয়েছিলেন। এই অঞ্চলের সবচেয়ে বড় রেল যোগাযোগ নেটওয়ার্ক দক্ষিণ আফ্রিকার। কিন্তু ব্যবস্থা ঠিক না থাকার কারণে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে।