টাঙ্গাইলে ৪র্থ উন্নয়ন মেলায় তথ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের সেবক হয়ে কাজ করছেন
 
												 
																			তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, দেশের জনগন পরপর দুইবার নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ সেবার সুযোগ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের সেবক হয়ে দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার প্রতি দেশের জনগনের আস্থা আছে।
তথ্য প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৪র্থ উন্নয়ন মেলা উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০বছরে দেশে যে পরিমান উন্নয়ন কর্মকান্ড করেছেন তা দেখে দেশের জনগন আগামী সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।
তথ্য প্রতিমন্ত্রী পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এসময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন,সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আলাউদ্দিন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, মোসা. মোস্তারী কাদেরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, শাহজাহানা আনছারী উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ ।
টাঙ্গাইল কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ১০৫টি স্টল অংশ নিচ্ছে ।
 
                         
 
             
            