অসহায় বৃদ্ধার পাশে ছাত্রলীগ নেতা

পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৮ এএম, বুধবার, ৩ অক্টোবর ২০১৮ | ৫০২
পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার মোছাঃ জরিনা বেগম (৭০) নামে এক অসহায় বৃদ্ধার চিকিৎসা সহ প্রয়োজনীয় সহযোগীতার দায়িত্ব নিয়েছেন।
 
বৃদ্ধা জরিনা বেগম পঞ্চগড় জেলা শহরের কায়েতপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের স্ত্রী। স্বামী গত হয়েছে প্রায় ২৫ বছর আগে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মেয়েকে বিয়ে দেওয়ার পর দুই ছেলের অভাবের সংসারে জায়গা হয়নি বৃদ্ধা জরিনার। মানুষের দ্বারে দ্বারে ঘুরে সাহায্য নিয়ে কোনমতে জীবনযাপন করতো এই বৃদ্ধা। সম্প্রীতি বার্ধক্য সহ নানান রোগে ভুগছিলেন বৃদ্ধা আর এই দৃশ্য চোখে পড়ে ছাত্রলীগ নেতা আকতারের। ভর্তি করে দেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। এবং চিকিৎসা বাবদ যাবতীয় খরচ সহ প্রয়োজনীয় সহযোগীতার ঘোষনা দেন তিনি।
 
ছাত্রলীগ নেতা আকতারুজ্জামান আকতার বলেন, বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেছি এবং যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছি এটা বড় করে বলার মতো কিছু না। এটা আমার কর্তব্য ছিল। আমাদের প্রত্যেকের উচিৎ অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
 
পিএইচ/অামিরুল ইসলাম