মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০ এএম, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮ | ৯৩৬

মাল্টিমিডিয়া ক্লাশ রুম নিশ্চিত এবং কোমলমতি শিক্ষার্থীদের আইসিটি ধারনা দিতে টাঙ্গাইলের মির্জাপুরে ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিসের সামনের চত্বরে এই ল্যাপটপ প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি।

উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সরকারি প্রাথমিকম বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান, সাধারণ সম্পাদক আল মামুন খান, সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদের , প্রধান শিক্ষক সানোয়ার হোসেন প্রমুখ।

পরে মির্জাপুর উপজেলার ৪৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন একাব্বর হোসেন এমপি।