টাঙ্গাইলে ইউসিবি’র সন্তোষ আউটলেট এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, রোববার, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | ৪৯৬

টাঙ্গাইলে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের সন্তোষ আউটলেটের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের সামনে, ২য় তলা ভবনে এই ৩৯তম আউটলেটের উদ্বোধন করা হয়।

এই আউটলেটের ফিতা কেটে উদ্বোধন করেন ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং অপারেশন প্রধান বজলুল হাবিব ভ‚ইয়া। এসময় আফসার উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ কামরুজ্জান, ড. পিনাকি দে, সাধারন সম্পাদক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কন্যা মাহমুদা খানম ভাসানী, মফিজুল ইসলাম মজনু, সভাপতি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন, সাধারন সম্পাদক সাদৎ আল হারুন, মাওলানা ভাসানীর দৌহিত্র হাসরত খান ভাসানী ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউসিবি ব্যাংক টাঙ্গাইল শাখার ম্যানেজার এম.আর খান।

উল্লেখ্য, এই আউটলেটের এজেন্সি নিয়েছেন টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা বিএনপি’র সহসভাপতি মোঃ মাহমুদুল হক সানু।