হাসনা হেনা সুমির রুহের মাগফেরাত কামনা

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৮ পিএম, রোববার, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | ৪১৯

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সহধর্মীনি হাসনা হেনা সুমির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে শহরের হলপাড়া এলাকার নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা খলিলুর রহমান। কুলখানিতে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেয়।

সহধর্মীনি হাসনা হেনার সুমির আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থণা করেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে ঢাকা ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (কুরবানি ঈদের দিন ২২ আগস্ট) তিনি মারা যান।