ইকবাল সোবহান চৌধুরী-
'বিশ্বের জরিপে বাংলাদেশ উন্নয়নের রুল মডেলে পরিণত হয়েছে'


প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক এবং ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বিশ্বের জরিপে বাংলাদেশ বর্তমানে উন্নয়নের রুল মডেলে পরিণত হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নির্মিত তিন তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের একটি বয়স ছিল যে বয়সে তোমাদের মতো আমরা যারা শিক্ষার্থী ছিলাম। তাদের একটি বয়স ছিল, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, বাংলাদেশকে স্বাধীন করার জন্য যখন আন্দোলন শুরু হয়েছিল সেই সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে, আমরা সেই সময়ে যুবসম্প্রদায়ের সন্তান হিসাবে সেই আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহন করার সৌভাগ্য আমাদের হয়েছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন যুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে দেশকে স্বাধীন করেছিলাম। সেদিন সেই যুদ্ধের সময় আমরা যখন যুদ্ধ করেছি তখন আমাদের হাতে ছিল অস্ত্র ও গোলাবারুদ। বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অস্ত্রের পরিবর্তে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন বই। শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে অস্ত্র হবে শিক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ষিক বাজেটে বর্তমানে শিক্ষাখাতে সবচাইতে বেশি বরাদ্ধ রেখেছেন।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির কোন বিকল্প নেই। কালিহাতীর মানুষ মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়েছেন, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ও প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান খান, দৈনিক সময়ের আলো পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার,উপজেলা আওযামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, এফবিসিসি আই’র ভারপ্রাপ্ত সভাপতি আবু নাসের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান ফরিদ। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।